ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ভারতের সেনাদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি ৫ সেনা নিহত  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ৪ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

জম্মু-কাশ্মীরের কেরান সেক্টরে ভারতের সেনাদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিমের ৫ সদস্য নিহত হয়েছে।  

শনিবার রাতে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, অনুপ্রবেশকারীদের হামলার লক্ষ্য ছিল কেরান সেক্টরের ফরোয়ার্ড পোস্ট।

এদিকে, উপত্যকায় চলছে চিরুনি তল্লাশি। গেল কয়েকদিন থেকেই জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। প্রথমে ১০ হাজার, পরে আরও ২৮ হাজার সেনা পাঠিয়েছে ভারত। ২৮০ কোম্পানি আধা সেনা ইতিমধ্যেই মোতায়েন হয়েছে। তাদের বেশিরভাগই সিআরপিএফের। অপরদিকে, এ বিষয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি পাকিস্তান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি